FeniNews

আনন্দ-উল্লাসে চাঁদগাজী হাই স্কুলের প্লাটিনাম জুবিলি উদযাপিত


নিজস্ব প্রতিবেদক (ছাগলনাইয়া) : ১৯৪৭ এর দেশভাগ, ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর মুক্তিযুদ্ধ, সবকিছুরই স্বাক্ষী ছাগলনাইয়ার চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজ। 

ফেনীর উত্তরের এই শিক্ষাপ্রতিষ্ঠান এরই মধ্যে ৭৫ বছরে পদার্পন করেছে। এ উপলক্ষে বিদ্যাপীঠটির

প্রাক্তন ছাত্র সংসদ আয়োজন করেছে প্লাটিনাম জুবিলি উৎসব।

গত শুক্র ও শনিবার চাঁদগাজী স্কুল মাঠে অনুষ্ঠিত হয় প্লাটিনাম জুবিলি উৎসব। দুই দিনের এই আয়োজন

প্রাক্তন ও বর্তমান ছাত্রদের উচ্ছ্বাসে পরিণত হয়। স্কুল নিয়ে স্মৃতিচারণ, উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা, আনন্দ শোভাযাত্রা, কনসার্ট, র‌্যাফেল ড্র ও মেজবানসহ নানা আয়োজন ছিল এই উৎসবে।

শুক্রবার বিকেল ৪টায় প্লাটিনাম জুবিলি উৎসবের উদ্বোধন ঘোষণা করা হয় স্কুলের ঘন্টা বাজিয়ে। 

এর পরই বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণে পুরো প্রাঙ্গন মাতিয়ে তোলেন। সন্ধ্যার পর দেখা যায় আতশবাজির ঝলকানি আর ফানুষ উড্ডয়নের পালা। এরপরই মঞ্চে ওঠে ব্যান্ড 'মনের মানুষ'। এক পর্যায়ে তাদের সঙ্গে গলা মেলান বাংলার গায়েন-এর শাহরিয়ার চৌধুরী। প্রথমদিনের সর্বশেষ আকর্ষণ ছিল চিশতি বাউল। 'বেহায়া মন', 'যদি থাকে নসিবে' সহ একাধিক গানে পুরো উৎসব মোহনীয় করে তুলেন তিনি।

পরদিন সকালে স্কুল প্রাঙ্গনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় দিনের কার্যক্রম। এরপর বর্তমান ও প্রাক্তন ছাত্রদেও অংশগ্রহণে পিটি আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর প্রাক্তন ও বর্তমান ছাত্র মঞ্চে গান ও কবিতা পরিবেশন করেন। এর সঙ্গে প্রাক্তন ছাত্ররা স্মৃতিচারণও করেন। যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, তখনই ফেনীর বিভিন্ন এলাকা থেকে উৎসবে আসতে শুরু করেন বিনোদন পিয়াসী দর্শনার্থীরা। অন্যদিকে আতশবাজির তালে তালে মঞ্চ মাতান ব্যান্ড দল।

উৎসব উপলক্ষে 'সন্দীপন' নামক একটি স্মারক গ্রন্থ প্রকাশ করেছে প্রাক্তন ছাত্র সংসদ। সন্ধ্যার পর উৎসবের প্রধান অতিথি হিসেবে এই স্মারক গ্রন্থ উন্মোচন করেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়াম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাহেরা বেগম, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায়, চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য আহমেদ মাহী রাসেল, মহামায়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গরিব শাহ্ হোসেন বাদশাহ চৌধুরী, উৎসব উদযাপন পরিষদের সমন্বয়ক রায়হান রকিব, সন্দীপন-এর প্রধান সম্পাদক সোহেল মোস্তাক। 

মহামায়া ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিনুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মাস্টার আবুল কালাম, মুন্সী তাজুল ইসলাম মামুন, মুন্সী জাহিদ ফয়েজ উল্যাহ, মুন্সী মোরশেদ আলম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাক্তন ছাত্র তছিম উদ্দীন শামিম।

এরপরই মঞ্চে ওঠে গানের দল সহজিয়া। গিটারের ঝংকার আর সুরের মূর্ছনায় স্কুল প্রাঙ্গণ মাতে উচ্ছ্বাসে। কনসার্টে সর্বশেষ আকর্ষণ ছিল দেশের জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ। গায়ক তানভীর ইভান একে একে নিজের সব জনপ্রিয় গানে মাতিয়ে রাখেন পুরো উৎসব।




প্রকাশঃ মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩, ১০:১০ অপরাহ্ন



স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘বন্ধু মহল ফেনী জেলা’র পক্ষ থেকে ফেনীতে জেলাব্যাপী... বিস্তারিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ছাগলনাইয়ায় মহামায়া গোল্ডকাপ ব্যাডমিন্টন... বিস্তারিত

ফেনীর ছাগলনাইয়ায় টিন, চাল ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন মালামালসহ লক্ষাধিক টাকার... বিস্তারিত

১৯৪৭ এর দেশভাগ, ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর মুক্তিযুদ্ধ, সবকিছুরই স্বাক্ষী ছাগলনাইয়ার... বিস্তারিত

১০দফা দাবিতে ছাগলনাইয়া উপজেলার ৫টি ইউনিয়নে বিএনপির পদযাত্রা কর্মসূচী পালিত... বিস্তারিত

ব্যাপক আনন্দ উল্লাস ও উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে ছাগলনাইয়া প্রেস ক্লাবের আনন্দ... বিস্তারিত

স্বেচ্ছাসেবী সংগঠন মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে ফেনীতে দুইটি মাদ্রাসার... বিস্তারিত

ভারতে চিকিৎসারত ক্যান্সার আক্রান্ত সোনাগাজীর চর চান্দিয়া গ্রামের আলমগীর হোসেন... বিস্তারিত

দরবেশেরহাট পাবলিক কলেজ। শহর থেকে বহুদূরে গ্রামের প্রান্তিক জনপদের কলেজ। ফেনীর... বিস্তারিত