ছাগলনাইয়ায় ৫টি ইউনিয়নে বিএনপির পদযাত্রা, পাঠাননগরে হামলায় আহত-১
নিজস্ব প্রতিবেদক (ছাগলনাইয়া) : ১০দফা দাবিতে ছাগলনাইয়া উপজেলার ৫টি ইউনিয়নে বিএনপির পদযাত্রা কর্মসূচী পালিত হয়েছে। পাঠাননগর ইউনিয়নে আওয়ামীলীগের হামলায় উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন গাজী আহত হয়েছেন।
ঘোপাল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠন ১১ ফেব্রুয়ারী শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জে পদযাত্রা কর্মসূচী পালন করে।
ঘোপাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোস্তফা মজুমদারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরী ও সাইফুল ইসলাম বাদশাহর পরিচালনায় পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আলমগীর বি,এ।
উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিব, ছাত্রদলের সদস্য সচিব ইব্রাহিম মিয়াজি নয়ন, ঘোপাল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম পাটোয়ারী, আনোয়ার হোসেন মানিক, জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহুরল হক টিপু, ঘোপাল ইউনিয়ন যুবদল নেতা আজিজুল হক, নাজমুল ইসলাম, ইকবাল হোসেন, তৈয়ব উল্যাহ টিপু, আলমগীর হোসেন, ফয়েজ আহমেদ, ঘোপাল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ সাখাওয়াত হোসেন রানা, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন রাকিব, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ ডলার, বাদশাহ, শ্রমিক দলের সভাপতি গৌতম দাস, সাধারণ সম্পাদক মনসুর, বিএনপি নেতা দিদার পাটোয়ারী, আবু তালেব, হারুন অর রশীদ সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পাঠাননগর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠন পাঠাননগর বাজারে পদযাত্রা কর্মসূচী পালন করে। ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জামাল উদ্দিন মজুমদার ডালিম জানান, কর্মসূচী শেষে ফেরার পথে পাঠাননগর ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের হামলায় উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন গাজী আহত হন।
এছাড়া সকল ইউনিয়নে শান্তিপূর্ণভাবে পদযাত্রা কর্মসূচী পালন করা হয়।