নিজস্ব প্রতিবেদক:
ভারতে চিকিৎসারত ক্যান্সার আক্রান্ত সোনাগাজীর চর চান্দিয়া গ্রামের আলমগীর হোসেন বিজয়কে আর্থিক সহায়তা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু মহল ফেনী জেলা। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে ফেনী শহরের রাজঝির দিঘী পাড়স্থ অফিসার্স ক্লাব প্রাঙ্গনে আলমগীর বিজয়ের এক স্বজনের হাতে ৩০ হাজার টাকার এ অর্থ সহায়তা তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন যমুনা টিভির নিজস্ব প্রতিবেদক আরিফুর রহমান, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের নিজস্ব প্রতিবেদক সোলায়মান হাজারী ডালিম, ডিবিসি টিভির চিত্রগ্রাহক দুলাল তালুকদার।
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি কাজী মোঃ ইউনুস,সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিঠু,সহ সভাপতি কাউসার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম শাকিল, সহ সাংগঠনিক মাহমুদুল হাসান রাফি,সহ সাংগঠনিক সম্পাদক সাঈদ ইসতিয়াক,ছাত্রী বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার হ্যাপি, কার্যকরী সদস্য মেহেদী হাসান রিয়াদ,ওয়ালিদ বিন আব্দুল্লাহ আব্দুল্লাহ ও বন্ধু মহল ফেনী জেলা পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ সাঈদ হোসেন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় নোয়াখালীর মুসাপুরের মোহাম্মদ নগরে নির্মানাধীন মসজিদের জন্যও ৭ হাজার টাকা আর্থিক সহায়তা প্রধান করে সংগঠনের সদস্যরা।
সম্পাদনা: এসএইচডি
প্রকাশঃ শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:১১ অপরাহ্ন