নিজস্ব প্রতিবেদক:
দরবেশেরহাট পাবলিক কলেজ। শহর থেকে বহুদূরে গ্রামের প্রান্তিক জনপদের কলেজ। ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রামঅঞ্চলে প্রতিষ্ঠিত এ কলেজটির শিক্ষার্থীরা ফলাফলে এবারও বাজিমাত করলো। শতভাগ পাস করে যায়গা করে নিয়েছে সেরাদের কাতারে। এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে জেলা পর্যায়ে শীর্ষ স্থানে রয়েছে গ্রামের কলেজটি।
কলেজ সূত্রে জানা গেছে - ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় দরবেশের হাট পাবলিক কলেজ থেকে মোট ৬৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে। বুধবার প্রকাশিত ফলাফলে এই কলেজে পাশ করেছে ৬৯ জন। অর্থাৎ পাশের হার ১০০%। মোট ১০জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
এর মধ্যে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ছিলো ১৪ জন ৫ জন জিপিএ-৫ সহ কৃতকার্য হয়েছেন ১৪ জনই। এছাড়া মানবিক বিভাগে পরীক্ষার্থী ছিলো ২৩ জন। তিনজন জিপিএ-৫ সহ কৃতকার্য হয়েছেন ২৩ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থী ছিলো ৩২ জন, ০২ জন জিপিএ-৫ সহ কৃতকার্য হয়েছেন পাশ করেছে ৩২ জন। অর্থাৎ বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে শতভাগ পাশ করেছে। বেসরকারি কলেজের ফলাফলে জেলা ও উপজেলার অন্য কলেজের তুলনায় দরবেশের হাট পাবলিক কলেজ শীর্ষে রয়েছেন।
প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছরই এই কলেজের পরীক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করে জেলা ও উপজেলা পর্যায়ে শীর্ষে থাকেন। এবারো তার ব্যতিক্রম ঘটেনি। ভালো ফলাফলের ধারা অব্যাহত রেখেছেন এই কলেজের শিক্ষার্থীরা।
দরবেশের হাট পাবলিক কলেজ এর অধ্যক্ষ এম. জহিরুল হক জনি ভালো ফলাফল অর্জন করায় মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, এই কলেজটি প্রতিষ্ঠার পর থেকেই পরিকল্পিতভাবে পাঠদান করে সুনাগরিক গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তিনি জানান, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও কলেজের প্রতিষ্ঠাতার আন্তরিক প্রচেষ্টায় ভালো ফলাফলের এই ধারা অব্যাহত রাখা সম্ভব হয়েছে।
কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট এম শাহজাহান সাজু চলতি বছর এইচএসসি পরীক্ষার ফলাফলে জেলা পর্যায়ে শীর্ষে থাকার তথ্য নিশ্চিত করেন। তিনি প্রতি বছরের ন্যায় এবারও ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখায় শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আগামীতে ফলাফলের এই ধারা অব্যাহত রাখতে এবং কলেজের সার্বিক উন্নয়নে সবার আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতা কামনা করি।
সম্পাদনা: এসএইচডি
প্রকাশঃ বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৩, ০১:০৮ অপরাহ্ন