জাহানারা মাদ্রাসার কুরআন শরীফ সবক প্রদান অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক (ছাগলনাইয়া) : ছাগলনাইয়া পৌর শহরের থানা পাড়াস্থ জাহানারা নূরাণী তালিমুল কুরআন ইবেতেদায়ী মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পবিত্র কুরআন শরীফের সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
২২জানুয়ারী রবিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে এ সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হোছাইন আহমেদ ভূঁইয়া।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা রুহুল আমিন।
বিশেষ অতিথি ছিলেন, মনির আহমেদ মেম্বার, শাহ আলম, সিরাজ উদ্দিন, মোহাম্মদ আমিন আলী ও সাংবাদিক মোহাম্মদ শেখ কামাল।
স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসার সুপার মাওলানা শরীয়ত উল্যাহ।
মাহফুজুর রহমান বাবুল এর সভাপতিত্বে এবং সহ-সুপার মাওলানা সাদ্দাম হোসেনের সঞ্চালনায় এতে অংশ নেন, মাদ্রাসার শিক্ষক খায়রুল হুদা মজুমদার, বিবি ফাতেমা, কুলছুমা আক্তার, রাকিবুল হাসান, হাফেজ মাওলানা এনামুল হক, ফজলুল করিম দিদারসহ মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যগণ, সকল শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।