ছাগলনাইয়ায় আ’লীগ নেতাকর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক (ছাগলনাইয়া) : ছাগলনাইয়ায় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ১৪জানুয়ারী শনিবার দুপুর ১টায় দলীয় কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন,ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিবের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, ফেনী জেলা পরিষদ সদস্য কাজী ওমর ফারুক, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবদুল বাকী শিমুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নুরুল হক, উপজেলা শ্রমিক লীগ সভাপতি আবুল কাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলাল মেম্বার, উপজেলা কৃষকলীগ সভাপতি মনির আহাম্মদ মজুমদার, সাধারণ সম্পাদক আবদুল হাই ভূঁঞা, উপজেলা ছাত্রলীগ সভাপতি মুন্সি মোরশেদ আলম, সাধারণ সম্পাদক মির্জা ইমাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক ফরিদ উদ্দিন পাটোয়ারী, যুগ্ম-আহবায়ক নুরুল করিম চৌধুরী সবুজ মেম্বারসহ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল জানান, দলীয় নেতাকর্মীদের মাঝে মোট ৫হাজার কম্বল বিতরণ করা হয়েছে। পরবর্তীতে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ’র কার্যক্রম অব্যাহত থাকবে।