হিছাছরা ফ্রেন্ডস গ্রুপ ফুটবলে বিজয় একাদশ চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক (ছাগলনাইয়া) : ছাগলনাইয়ায় হিছাছরা ফ্রেন্ডস গ্রুপ রাত্রিকালীন ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১৩জানুয়ারী শুক্রবার রাতে হিছাছরা উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলাটি হয়।
খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকার পর টাইবেকারে বিজয় একাদশ ৫-৪ গোলে স্বাধীনতা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন, সুলতান আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেনী জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার।
একেএম কামরুজ্জামান মজুমদার বাবলুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, ছাগলনাইয়া পৌরসভার প্যানেল মেয়র কাজী নুর আলম, হিছাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব, সাংবাদিক মোহাম্মদ শেখ কামাল, মহামায়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, গাজী জসিম উদ্দিন ও রুহুল আমিন বাহার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন, ফয়সাল চৌধুরী ও জিসান।
প্রধান অতিথির বক্তব্যে ফেনী জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার বলেন, হিছাছরা উচ্চ বিদ্যালয়ের কোন শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পেলে ওই শিক্ষার্থীর সকল ব্যায় এবং ভবিষ্যতে হিছাছরা ফ্রেন্ডস গ্রুপ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের সকল খরছ তিনি বহন করবেন।