দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্দীপনা পুরষ্কার দিবেন আহমেদ মাহি রাসেল
নিজস্ব প্রতিবেদক (ছাগলনাইয়া) : দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্দীপনা পুরষ্কার এবং দরিদ্র অসহায় বৃদ্ধ ও প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা দিবেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগ সাংস্কৃতিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আহমেদ মাহি রাসেল।
এ লক্ষ্যে ৩জানুয়ারী মঙ্গলবার সকালে মহামায়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ১১টি প্রাথমিক বিদ্যালয় ও ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্দীপনা পুরষ্কার, ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলমূখী করা এবং দরিদ্র অসহায় বৃদ্ধ ও প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা করার বিষয়ে আলোচনা করা হয়।
মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিনুর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবুল কালাম মাস্টারের সঞ্চালনায় এতে অংশ নেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক আফছার উদ্দিন, মোহাম্মদুন্নবী, জুলফিকার আলী, রাহেনা আক্তার, ইকবাল হোসেন, রুবিনা সুলতানা, আরজু মনোয়ারা, জসিম উদ্দিন, আবদুর রহিম, রোজিনা সুলতানা, নুরুল আবছার, নুরুল আলম চৌধুরী, মোতাহের হোসেন লিটন প্রমূখ।
আবুল কালাম মাস্টার জানান, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগ সাংস্কৃতিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আহমেদ মাহি রাসেল তার ব্যক্তিগত তহবিল থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্দীপনা পুরষ্কার এবং দরিদ্র অসহায় বৃদ্ধ ও প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা দিবেন