মাষ্টার জালাল আহমেদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট শুরু
নিজস্ব প্রতিবেদক (ছাগলনাইয়া) : ছাগলনাইয়ায় মাষ্টার জালাল আহমেদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে।
১লা জানুয়ারী রবিবার সন্ধ্যা ৭টায় পূর্ব বাঁশপাড়া ফোরকানিয়া ঈদগাহ মাঠে পূর্ব বাঁশপাড়া ইউনাইটেড পাঠাগার এন্ড ক্লাব আয়োজিত এ টুর্ণামেন্ট শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে মাষ্টার জালাল আহমেদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট শুভ উদ্বোধন করেন, চট্রগ্রামের বিশিষ্ট ব্যাবসায়ী ও ক্রীড়ানুরাগী মোহাম্মদ ইসমাইল হোসেন নিউটন।
মুক্তার হোসেন মজুমদারের সভাপতিত্বে এবং কাজী জিয়াউল হক রুবেলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শেখ কামাল।
খেলা পরিচালনা করেন, আবু তৈয়ব, বাবলু, কামরুল ও দিদার।
উদ্বোধনী প্রথম খেলায় মুনাফ কাজী বাড়ী জুটিকে ফুলকুড়ি একাদশ জুটি হারায়। দ্বিতীয় খেলায় হাসনাহেনা একাদশ জুটিকে সাউথ কুহুমা জুটি হারায়। তৃতীয় খেলায় শান্তির হাট জুটিকে মু’আজ পাটোয়ারী জুটি হারায়। চতুর্থ খেলায় মিট লাইফ জুটিকে পাটোয়ারী ফার্নিচার জুটি হারায়।
টুর্ণামেন্টের পরিচালক কাজী জিয়াউল হক রুবেল জানান, টুর্ণামেন্টে মোট ৩২টি দল অংশ নিচ্ছে।