ছাগলনাইয়ায় বিজয় দিবস প্রীতি ফুটবল
নিজস্ব প্রতিবেদক (ছাগলনাইয়া) : ছাগলনাইয়ায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
১৬ডিসেম্বর শুক্রবার বিকালে স্থানীয় পাইলট হাই স্কুল মাঠে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে ছাগলনাইয়া পৌরসভা।
মুক্তিযোদ্ধা বনাম শিক্ষক এবং পৌর প্রশাসন ও সাংবাদিক বনাম উপজেলা প্রশাসন ও অন্যান্য এর মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ দুটি গোলশূন্য ড্র হয়।
ছাগলনাইয়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি এম মোস্তফার সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফখরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী রফিক আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, উপজেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, এবিএম নিজাম উদ্দিন ও নজরুল ইসলাম চৌধুরী।