অপপ্রচারের প্রতিবাদে ছাগলনাইয়ায় আওয়ামীলীগ সভাপতির সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক (ছাগলনাইয়া) : “ইসলামিক ফাউন্ডেশনে মুক্তিযোদ্ধা কোটায় চাকুরী পেয়েছেন রাজাকার পুত্র” বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ অপপ্রচারের প্রতিবাদে ছাগলনাইয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১১নভেম্বর শুক্রবার বিকালে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন. মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব আবদুল কাদের মজুমদারের পুত্র ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি নিজাম উদ্দিন মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আবদুল হাই, মুক্তিযোদ্ধা আবু আহাম্মদ, মুক্তিযোদ্ধা মুছা মিয়া, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সাংগঠনিক সম্পাদক মুন্সি তাজুল ইসলাম মামুন, দপ্তর সম্পাদক শিমুল চৌধুরী, মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব আবদুল কাদের মজুমদারের তয় পুত্র সাবেক ছাত্রলীগ নেতা নাজিম উদ্দিন মজুমদার, ৪র্থ পুত্র সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মহিউদ্দিন মজুমদার বাদল, নাতী উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মজুমদার লিটনসহ ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের শতশত নেতাকর্মী।
লিখিত বক্তব্যে ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি নিজাম উদ্দিন মজুমদার বলেন, তার পিতা আওয়ামীলীগ ও মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব আবদুল কাদের মজুমদার। তাঁরা আওয়ামী পরিবারের সন্তান। সম্প্রতি একটি কুচক্রী মহল তাদের সম্মান হানির ষড়যন্ত্রে লিপ্ত। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে কুচক্রী মহলটি “ইসলামিক ফাউন্ডেশনে মুক্তিযোদ্ধা কোটায় চাকুরী পেয়েছেন রাজাকার পুত্র” এই শিরোনামে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। তার মুক্তিযোদ্ধা পিতাকে রাজাকার বলছে। তিনি এর তীব্রনিন্দা ও প্রতিবাদ জানান এবং খুব শীঘ্রই এই ষড়যন্ত্রকারীদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।