ইম্পীরিয়্যাল স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক (ছাগলনাইয়া) : ফেনীর ছাগলনাইয়ায় ইম্পীরিয়্যাল স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১০নভেম্বর বৃহস্পতিবার স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইম্পীরিয়্যাল স্কুলের সভাপতি নুর হোসেন মজুমদারের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক আবদুস সালাম সরকারের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন, স্কুলের প্রশাসক খালেদা আক্তার, পরিচালক ফজলুল হক ও সাংবাদিক মাসুম বিল্লাহ ভূঁইয়া।
এসময় স্কুলের সকল শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিনিয়র শিক্ষক আরমিনা ফেরদৌস আইরিন জানান, সাংস্কৃতিক প্রতিযোগিতায় ২০টি ইভেন্টে মোট ১৫০জন শিক্ষার্থী অংশ নেয়।
শেষে অতিথিগণ পুরষ্কার বিতরণ করেন।