ছাগলনাইয়ায় শশুড়ের উপর হামলার অভিযোগে জামাই গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক (ছাগলনাইয়া) : ছাগলনাইয়ায় মেয়ের জামাইর বিরুদ্ধে হামলা, মারধর ও ইলেকট্রিক শক দেয়ার অভিযোগে থানায় মামলা করেছেন ছলিম উল্যাহ (৬৫) নামে এক বৃদ্ধ। পুলিশ অভিযুক্ত জামাই নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে।
৬নভেম্বর রবিবার দুপুরে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় কান্নাজড়িত কন্ঠে শশুড় ছলিম উল্যাহ তার উপর হামলার বর্ণনা দেন।
ছলিম উল্যাহ জানান, তার মেয়ে রেজিয়া সুলতানাকে শারীরিক নির্যাতন করায় মেয়ের জামাই উত্তর পানুয়া গ্রামের ছেরাং ভূঁঞা বাড়ির মৃত আমিনুল হকের পুত্র নিজাম উদ্দিনের বিরুদ্ধে তিনি আদালতে একটি মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে জামাই নিজাম মামলা প্রত্যাহার করতে তাকে নানা ভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। ৫নভেম্বর শনিবার দুপুর ১২টায় সাইকেলযোগে তিনি তার আত্মীয় বাড়ির যাওয়ার পথে ছাগলনাইয়া পৌরসভার সুবেদারী এলাকায় পৌঁছলে জামাই নিজাম তার ৩/৪জন সহযোগীকে নিয়ে সাইকেলের গতিরোধ করে তাকে বেদম মারধর করে এবং একটি মেশিনের সাহায্যে ইলেকট্রিক শক দেয়।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম জানান, জামাইর বিরুদ্ধে শশুড়কে হামলা ও মারধরের ঘটনায় থানায় মামলা হওয়ার পর অভিযুক্ত জামাই নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।