জয়নগর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক (ছাগলনাইয়া) : ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর সোনালী প্রজন্ম ক্লাব ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বিকালে জয়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে খেলাটি হয়।
খেলায় জয়নগর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন ৩৫রানে উত্তর যশপুর তৌহিদ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের রিয়াদ। সর্বোচ্চ রান সংগ্রহকারী নির্বাচিত হন একই দলের আজিম (২৭৪রান)।
প্রধান অতিথি ছিলেন, মহামায়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গরীবশাহ হোসেন বাদশা চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শেখ কামাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম-আহবায়ক নুরুল করিম চৌধুরী সবুজ মেম্বার, এসকে এন্টারপ্রাইজের পরিচালক সাইফুল ইসলাম, সৌদি প্রবাসী মোঃ মহি উদ্দিন, ওমান প্রবাসী তারেক হোসেন, মোঃ আলমগীর হোসেন, সোনালী প্রজন্ম ক্লাব সভাপতি জাহিদুল ইসলাম শাকিল ও সাধারণ সম্পাদক নাজমুল হক রনি।
সভাপতিত্ব করেন, চাঁদগাজী বটতলী বাজার সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার পরিচালক নিজাম উদ্দিন মজুমদার।
খেলা পরিচালনা করেন, আম্পায়ার মোবারক ও হাসান।
খেলোয়াড়রা হলেন, জয়নগর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন: রাজিব, আজিম, রাকিব, রনি, রিয়াদ, হান্নান, মাইন, আব্দুল, শান্ত, প্রান্ত ও রাকিব।
উত্তর যশপুর তৌহিদ ক্লাব: নিশান, এমরান, লেলিন, ডিপটি, আরিফ, নেজাম, নিশান, হাসান, অভি, মানিক ও নোমান।