ছাগলনাইয়ায় প্রধান শিক্ষকের বিদায়-বরণ সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক (ছাগলনাইয়া): ফেনীর ছাগলনাইয়ায় সত্যনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায়-বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
১ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুর ২টায় বিদ্যালয় মিলনায়তনে শিক্ষক মন্ডলী ও পরিচালনা পরিষদ বিদায়-বরণ সংবর্ধনার আয়োজন করে।
সংবর্ধিত দুই প্রধান শিক্ষক হলেন, বিদ্যালয়ের বদলীজনিত বিদায়ী প্রধান শিক্ষক মোঃ শেখ জালাল ও নতুন যোগদানকৃত প্রধান শিক্ষক তাহমিনা আক্তার।
স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ছাগলনাইয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহ আলম, উপজেলা ইউআরসি ইনস্ট্রাক্টর মোঃ মোস্তফা কামাল, সাংবাদিক মোহাম্মদ শেখ কামাল, বিদ্যালয়ের সভাপতি মোঃ ইমাম হোসেন, নুরুল করিম চৌধুরী সবুজ মেম্বার, প্রধান শিক্ষক মোকছেদ আহাম্মদ পাটোয়ারী, প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, সহকারী শিক্ষক রাহেলা আক্তার।
স্বাগত বক্তব্য রাখেন, বিদায়ী প্রধান শিক্ষক মোঃ শেখ জালাল ও যোগদানকৃত প্রধান শিক্ষক তাহমিনা আক্তার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, সহকারী শিক্ষক মাওলানা আবদুল হান্নান।