মোশারফ হোসেন মজুমদার’র শোক সভা ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক (ছাগলনাইয়া) : ছাগলনাইয়া পৌর শহরের ব্যবসায়ী সাদেক হোসেন মজুমদারের পুত্র মরহুম মোশারফ হোসেন মজুমদার (৪৭) এর শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ফুডজোন চাইনিজ রেষ্টুরেন্টে গতকাল বৃহস্পতিবার বিকালে ছাগলনাইয়া ব্যবসায়ী কল্যাণ সমিতি এ শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
ছাগলনাইয়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আজিজুল হক ইকবালের সভাপতিত্বে এবং সহ-সভাপতি জয়নাল আবেদীনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক ও ফেনী জেলা পরিষদ সদস্য কাজী ওমর ফারুক।
দোয়া মাহফিল পরিচালনা করেন, মাওলানা অধ্যক্ষ হোছাইন আহাম্মদ ভূঞা।
বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর আবদুল মোমিন চৌধুরী ও হাবিবুর রহমান মজুমদার, সাংবাদিক মোহাম্মদ শেখ কামাল, আবুল হাসান, এবিএম নিজাম উদ্দিন ও নজরুল ইসলাম চৌধুরী, মরহুমের ছোট ভাই নুর হোসেন মজুমদার প্রমূখ।
রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন মজুমদার ও কলেজ রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বদরুদ্দোজা ভূঁইয়া তারেকসহ পৌর শহরের ব্যবসায়ীগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশ নেন।
উল্লেখ্য গত ২০ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধায় হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেয়ার পথে মোশারফ হোসেন মজুমদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ২১ জানুয়ারী শুক্রবার সকাল ১১টায় পশ্চিম ছাগলনাইয়া গ্রামের নিজ বাড়ির দরজায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।