ছাগলনাইয়ায় আলহাজ্ব গণি আহাম্মদ ফুটবল টুর্ণামেন্টে ফেনী জেলা খেলোয়াড় কল্যাণ সমিতি চ্যাম্পিয়ন
ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি : ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের পূর্ব ঘোপাল মুহুরী পুকুর সংলগ্ন মাঠে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে আলহাজ্ব গণি আহাম্মদ দিবা-রাত্রি মিনিবার ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জানুয়ারী সোমবার রাত পৌনে ৮টায় খেলাটি হয়।
খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকার পর ট্রাইবেকারে ফেনী জেলা খেলোয়াড় কল্যাণ সমিতি ২-১ গোলে চট্রগ্রাম পোর্ট কলোনী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার পেয়েছেন বিজয়ী দলের কামরুল হাসান অতুল।
খেলায় প্রধান অতিথি ছিলেন, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী দ্বীন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব গণি আহাম্মদ। সভাপতিত্ব করেন জিএইচপি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর নিজাম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ঘোপাল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, মহামায়া ইউপি চেয়ারম্যান শাহজাহান মিনু, শুভপুর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মজনু, ঘোপাল ইউপির সাবেক চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক, ঘোপাল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শাহীন মিয়া, পূর্ব ঘোপাল একতা সংসদের সভাপতি মোশারফ হোসেন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন শিমুল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রভাষক মোর্শেদ হোসেন।
ছাগলনাইয়ার কৃতি সন্তান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী দ্বীন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব গণি আহাম্মদের একক পৃষ্টপোষকতায় এই টুর্ণামেন্টের আয়োজন করে পূর্ব ঘোপাল একতা সংসদ। টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশ নিয়েছে।
খেলা পরিচালনা করেন, রেফারী জসিম উদ্দিন, সহকারী রেফারি তৌহিদুল ইসলাম তুহিন ও মোঃ দেলোয়ার হোসেন।