ছাগলনাইয়ায় ইউএনও’র মাস্ক বিতরণ
মোহাম্মদ শেখ কামাল, নিজস্ব প্রতিবেদক (ছাগলনাইয়া): ছাগলনাইয়ায় ওমিক্রন সংক্রমণ রোধে মন্ত্রিপরিষদের নির্দেশনা বাস্তবায়নে বাধ্যতামূলক মাস্ক পরিধান করার জন্য মানুষকে সচেতন করতে প্রচার অভিযান এবং মাস্ক বিতরণ করা হয়েছে।
১৩জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ছাগলনাইয়া পৌর শহরে এ সচেতনতামুলক অভিযান ও মাস্ক বিতরণ করা হয়।
বাধ্যতামূলক মাস্ক পরিধান করার জন্য মানুষকে সচেতন করতে চালানো প্রচার অভিযান এবং মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ) হোমায়রা ইসলাম।
এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।