ছাগলনাইয়ায় ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
মোহাম্মদ শেখ কামাল, নিজস্ব প্রতিবেদক (ছাগলনাইয়া): ছাগলনাইয়া উপজেলায় নবনির্বাচিত ৫টি ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১৩জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় ছাগলনাইয়া উপজেলা পরিষদ হল রুমে ইউপি সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হোমায়রা ইসলাম।
শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
বিশেষ অতিথি ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস-চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, মহামায়া ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিনু, পাঠাননগর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন মজুমদার, শুভপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মজনু ও ঘোপাল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, ছাগলনাইয়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব।