ছাগলনাইয়ার ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
মোহাম্মদ শেখ কামাল, নিজস্ব প্রতিবেদক (ছাগলনাইয়া) : ছাগলনাইয়া উপজেলায় নবনির্বাচিত ৫জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১১জানুয়ারী মঙ্গলবার বিকাল ৩টায় ফেনীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৫জন চেয়ারম্যানের শপথ অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
শপথগ্রহণকারী চেয়ারম্যানগণ হলেন, মহামায়া ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিনু, পাঠাননগর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন মজুমদার, শুভপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মজনু ও ঘোপাল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম।
শপথ শেষে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হোমায়রা ইসলাম ও শপথগ্রহণকারী ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল।
উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, সাবেক ইউপি চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী, এফএম আজিজুল হক মানিক ও মোঃ আবদুল্লাহ সেলিম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।