মহামায়ায় চেয়ারম্যান প্রার্থী গরীব শাহ’র আনারস প্রতীকের সমর্থনে সতর ঈদগাহ অফিসে মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক (ছাগলনাইয়া) : ছাগলনাইয়া উপজেলার ৫নং মহামায়া ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা চৌধুরীর সমর্থনে উত্তর সতর ঈদগাহ মসজিদ অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২১নভেম্বর রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এই মতবিনিময় সভা হয়।
এতে অতিথি ছিলেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শেখ কামাল, সহ-সভাপতি মো: শাহ আলম, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ মোঃ জিয়াউল হক রুবেল।
মতবিনিময় সভায় অংশ নেন আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা চৌধুরীর উত্তর সতর ঈদগাহ মসজিদ অফিসের কর্মী শাহাদাত হোসেন পাটোয়ারী, শাহাদাত হোসেন মজুমদার, মোঃ টিটু, মোঃ জাহাঙ্গীর, মোঃ তারেক খোন্দকার, মোঃ আরিফ, মোঃ এমরান হোসেন বাবু, রিজভী মজুমদার প্রমূখ।
বক্তাগণ একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে গণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবী জানান।