ছাগলনাইয়া প্রবাসী জনকল্যাণ সংগঠন দুই প্রতিবন্ধী স্বামী-স্ত্রী’র পাশে দাঁড়ালো
মোহাম্মদ শেখ কামাল, নিজস্ব প্রতিবেদক (ছাগলনাইয়া) : রেমিট্যান্স যোদ্ধাদের নেতৃত্বে গড়ে উঠা ছাগলনাইয়া প্রবাসী জনকল্যাণ সংগঠন মানবতার হাত বাড়িয়ে দুই প্রতিবন্ধী স্বামী-স্ত্রী’র পাশে দাঁড়িয়েছে।
২০ নভেম্বর বিকাল ৩টায় ছাগলনাইয়া পৌরসভার হিছাছড়া গ্রামের মজুমদার বাড়ির সামনে বাক প্রতিবন্ধী স্বামী মোঃ মহসিন ও শারীরিক প্রতিবন্ধী স্ত্রী আমেনা বেগম এবং তাদের প্রতিনিধি জাহেদ হোসেন পাটোয়ারী এর হাতে ৮৯হাজার টাকার চেক তুলে দেয়া হয়।
এই সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রউফ মজুমদার, ছাগলনাইয়া প্রবাসী জনকল্যাণ সংগঠন এর উদ্যোক্তা আশরাফুল আলম মজুমদার রতন ও শামীম আজাদ ভূঁইয়া। সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি রফিক আহাম্মদ, আনোয়ার হোসেন পাটোয়ারী ও ইকবাল হাসান মজুমদার। নব নির্বাচিত পৌর কাউন্সিলর কাজী নুর আলম ও ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শেখ কামাল।
প্রবাসী আশরাফুল আলম মজুমদার রতন জানান, বাক প্রতিবন্ধী স্বামী মোঃ মহসিন ও শারীরিক প্রতিবন্ধী স্ত্রী আমেনা বেগম অসহায় জীবন অতিবাহিত করে যাচ্ছেন। এ খবর শুনার পর আমরা ৮৯হাজার টাকার চেক প্রদান করি।