ফেনীতে মারকায উমর রা. মাদরাসা’র কোরআন হাফেজদের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক>>
ফেনীর মারকায উমর রা.মাদরাসা’র ইন্টারন্যাশনাল হিফজ বিভাগে পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে স্বল্প সময়ে পবিত্র কোরআনে ৫ জন হিফজ সম্পন্নকারী হাফেদের সংবর্ধনা ও তেলাওয়াত মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে মাদ্রাসা কমপ্লেক্সের চতুর্থ তলায় প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম সাহেব এর সভাপতিত্বে ও শিক্ষা পরিচালক মাওলানা মিজানুর রহমান হাসিব এর সঞ্চালনায় সংবর্ধনা ও তেলাওয়াত মাহফিল অনুষ্ঠিত হয় i
পবিত্র কোরানে হাফেজদের সম্মাননা স্বারক ক্রেস্ট ও ফুলের মালা পড়িয়ে দেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম সাহেবসহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাল হাজারি জামে মসজিদের খতীব আলহাজ্ব কাজী গোলাম কিবরিয়া সাহেব, মারকায মাদ্রাসার সিনিয়র উপদেষ্টা মাওলানা মীর আহমদ মিরু, সাবেক ভাইস প্রিন্সিপ্যাল(কুয়েত প্রাবাসী) মাওলানা গোলাম সারোয়ার সিরাজী, মাওলানা হাসান চৌধুরী, কাজী আবদুল হক, সৌদি প্রবাসী মাওলানা মুজিবুর রহমান, মাওলানা ওবায়দুল্লাহ, আব্দুল মান্নান, জাফর ওবায়দুল্লাহ সহ প্রমুখ।
শিক্ষা পরিচালক মাওলানা মিজানুর রহমান হাসিব জানাই সাফল্যের ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এই বছরও আলহামদুলিল্লাহ আমাদের হিফজ বিভাগের ৫জন শিক্ষার্থী স্বল্প সময়ে হিফজ সম্পন্ন করে। মারকায শিক্ষা পরিচালক বলেন ছাত্রদের মেধার মূল্যায়ন ও পড়াশোনায় স্পৃহা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা বিভাগের আয়োজনে আমরা ছাত্রদের সংবর্ধনা দিয়ে থাকি। এরই দ্বারা বাহিকতায় এটি ১০ম সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হিফজসম্পন্নকারী ৫জন হাফেজরা হলেন, হাফেজ মোঃ আবদুল্যাহ আল নোমাম, হাফেজ তৌফিক মাহমুদ, হাফেজ আজহার মাহমুদ, হাফেজ সাইফুল ইসলাম, হাফেজ জাহিদ হাসান মারুফ।