নিজস্ব প্রতিবেদক:
ফেনীর মুহুরী নদীতে বালু উত্তোলনের জন্য ভারতে প্রবেশে চেষ্টার অভিযােগে ৭ টি নৌকাসহ ছয় বাংলাদেশী বালু শ্রমিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) সদস্যরা।
বুধবার (০৪আগস্ট) দুপুরে জেলার পরশুরাম সীমান্তবর্তী ২১৫৯/২৬ এস পিলার নিজকালিকাপুর এলাকায় মুহুরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য নৌকা নিয়ে
ভারতের অভ্যন্তরে বালু উত্তোলনের জন্য প্রবেশের চেষ্টা করে বাংলাদেশী
বালু শ্রমিক আটককৃত বালু শ্রমিকরা।
এ সময় বিজিবির স্থানীয় মজুমদারহাট বিওপির বিজিবির সদস্যরা সাতটি ইঞ্জিন চালিত নৌকাসহ ছয় বাংলাদেশী বালু শ্রমিককে আটক করে।
আটকৃতদের মধ্যে ভােলা জেলার চর ফ্যাশন থানার রফিক ফরাজী, মােঃ ফারুক হােসেন, নেত্রকোনা জেলার বারকাঠা থানার মােঃ
মাহবুব, পরশুরামের আবদুল মালেক, মােঃ শাহাব উদ্দিন, মােঃ কামাল।
বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়রের অধিনায়ক লেঃ কর্ণেল মােহাম্মদ আব্দুর রহিম আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদনা:ডিএইচ
প্রকাশঃ বুধবার, ০৪ অগাস্ট ২০২১, ১০:৫৮ অপরাহ্ন