নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে কর্মহীন কর্মহীন ২ হাজার মানুষকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী দেয়া হয়। ক্রমান্বয়ে দেয়া হবে ৫ হাজার পরিবারকে। বাস, সিএনজি অটোরিক্সা, টমটম, ভ্যানগাড়ী, ও রিক্সা শ্রমিক, বাদাম বিক্রেতাসহসহ নানা পেশার কর্মহীনরা এ উপহার পান।
শনিবার (৩১ জুলাই) ফেনী পৌরসভার আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ০২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সভাপতিত্বে, পৌর কাউন্সিল বাহার উদ্দির বাহারের সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিবহন মালিক নেতা স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, পরিবহন শ্রমিক নেতা আজম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন হাজারী বলেন, আওয়ামীলীগ মানবিক সরকার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরাও তার সারথী হতে চাই।এমপি বলেন, এটা শুভ সূচনা। ক্রমান্বয়ে এ সহযোগিতা আরো বাড়ানো হবে।
ফেনী পৌরসভার মেয়র কাউন্সিলরদের বিষয়ে সাংসদ বলেন, মেয়রসহ সকল কাউন্সির এ মহামারীর সময়েও মাঠে থেকে জনগনের জন্য কাজ করছে। আমরা এটাকে সাধুবাদ জানাই।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজী চাল, ১ কেজী করে মশুর ডাল, লবন, তেল।
সম্পাদনা:ডিএইচ
প্রকাশঃ শনিবার, ৩১ জুলাই ২০২১, ০৫:৫১ অপরাহ্ন