চলমান লকডাউনে কর্মহীন,কম আয়ের দরিদ্র মানুষদের মাঝে খাবার বিতরন কর্মসুচীর মধ্যদিয়ে যাত্রা শুরু করেছে ‘উদ্যোগ’। শুক্রবার বাদ জুমা শহরের শহীদ শহিদুল্যাহ কায়সার সড়কে কর্মসুচির উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
সংগঠনের উদ্যোক্তা ও আহবায়ক আলহাজ্ব মো: ফারুক হারুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।
শুরুতে বিশ্বকে করোনা মুক্ত করতে মহান আল্লাহর সাহায্য চেয়ে দোয়া পরিচালনা করেন জহিরিয়া মসজিদের খতিব মুফতি মোহাম্মদ ইলিয়াছ।পরে স্বাস্থ্যবিধি মেনে খাবার প্যাকেট বিতরন করা হয়। এসময় সংগঠনের সদস্যগন উপস্থিত ছিলেন।
সংগঠনের উদ্যোক্তা ও আহবায়ক আলহাজ্ব মো: ফারুক হারুন জানান,“করোনা মহামারীর সংক্রমণ রোধে চলমানল কডাউনে অসহায় দরিদ্র মানুষদের প্রতিদিন বাদ জোহর এখানে দুপুরের খাবার প্যাকেট দেয়া হবে।
এছাড়া যেকোন দূর্যোগ – দূর্বিপাকে অসহায় মানুষেরপাশে দাঁড়াবে মানবিক এ সংগঠন”। তিনি বলেন,“দল-মত,ধর্ম-বর্ণ নির্বিশেষে যেকোন ব্যক্তি আমাদের ‘উদ্যোগ’ এ অংশগ্রহন বা সহযোগীতা করতে পারবেন।
”
পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, “বৈশ্বিক এ মহামারীতে প্রতিদিন যেমন অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন বা অসুস্থ হচ্ছেন।একই ভাবে অনেকে আবার কর্মহীন হয়ে পড়ছেন ।অর্ধাহারে অনাহারে যারা মানবেতর জীবন যাপন করছেন- সামর্থ্যবান মানুষের উচিত তাদের পাশে দাঁড়ানো।”