চ্যারিটি টু বাংলাদেশ ও আমান টেকের উদ্যোগে ত্রাণ বিতরণ
চ্যারিটি টু বাংলাদেশ উদ্যোগে আমান টেক ( এম) এস/ বি মালয়েশিয়ার সহযোগিতায় রোববার (২৫ জুলাই) বিকেলে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউপির উত্তর ডমুরুয়া গ্রামে প্রায় দেড় শতাধিক দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এই উপলক্ষে স্থানীয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ সদস্য মাহবুবুল হক লিটন।
স্থানীয় ইউপি সদস্য মো. এনামুল হকের সভাপতিত্বে ও চ্যারিটি টু বাংলাদেশের প্রতিনিধি মো. মামুন এর সার্বিক তত্ত্ববাধানে অনুষ্ঠিত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা।
এসময় উপস্থিত ছিলেন পাঁচগাছিয়া ইউপির ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুন্নবী রানা, ইউপি আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক, ইউনিয়ন যুবলীগের আহবায়ক সালাহ উদ্দিন রুবেল, যুগ্ম- আহবায়ক মনসুর শিকদার, ছাত্রলীগের সভাপতি মীর জাহিদ হাসান, সাবেক সাধারণ সম্পাদক বাবুাসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেড় শতাধিক দরিদ্র লোকজনের মাঝে চাল, ডাল, তেল, চিনি, লবণ, সাবানসহ সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।
সম্পাদনা:ডিএইচ