গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা, অভিযোগ কাউন্সিলর কালামের দিকে
নিজস্ব প্রতিবেদক:
ফেনী শহরের সুলতানপুরে শাহজালাল (৩০) নামে একজন গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (১৬ জুলাই) সকাল ৭টায় উক্ত এলাকার আমিনবাজার সড়কের পাশে একটি পুকুর হতে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সাগর নামে একজনকে আটক করেছে পুলিশ। জেল পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী এ তথ্য নিশ্চিত করেন।
স্বজনদের অভিযোগ, গরুবোঝাই ট্রাক লুটের চেষ্টায় বাধা দিলে স্থানীয় কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম ও তার সহযোগীরা শাহজালালকে হত্যা করে।
কিশোরগঞ্জের করিমগঞ্জের বাসিন্দা শাহাজালাল নিজ এলাকা থেকে গরুবোঝাই ট্রাক নিয়ে গতরাত দুইটার দিকে ফেনীর সাহেববাড়ী এলাকায় আত্মীয় আলামিনের বাসায় আসেন। গতবারও তিনি এই বাসায় থেকেই কোরবানীর ঈদে গরুর ব্যবসা করেন।
স্বজনদের অভিযোগ, রাতেই স্থানীয় ওয়ার্ড কাউন্সিল কালাম তার সহযোগীদের নিয়ে গরু বোঝাই ট্রাকটি লুটের চেষ্টা চালায়। বাধা দিলে শাহজালালকে গুলি করে হত্যা করে।