ফেনী চেম্বার ও বিএসটিআই'র আয়োজনে স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক:
ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন কতৃক আয়োজিত স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা গতকাল রোববার ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আয়নুল কবীর শামীমের সভাপতিত্বে পন্যের নাম ও নিট পরিমাণ মোড়কের মূল প্রদর্শনীর বিষয় এবং মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ও নবায়ন পদ্ধতি নিয়ে মতবিনিময় সভায় আলোচনা করেন- বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের উপ-পরিচালক (রাসায়ন) খোদেজা খাতুন, সহকারী পরিচালক (রসায়ন) পরিতোষ তালুকদার, সহকারী পরিচালক (সিএম) মো. জিয়াউল হক, উর্ধ্বতন পরীক্ষক (মেট্রোলজি) পূজন কর্মকার।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- ফেনী চেম্বার অব কামার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি আবদুর রইছ কাইজার, সাবেক সভাপতি জামাল উদ্দিন, জুনিয়র সহ-সভাপতি আলহাজ¦ আবুল কাশেম, পরিচালক ফরিদ উদ্দিন আহম্মদ পাঠান, গোলাম ফারুক বাচ্ছু এবং হাজী নজির আহম্মদ গ্রুপের এমডি ও চেম্বার পরিচালক আলহাজ¦ নুর আজম, মস্কো বেকারর্স এর ব্যবস্থাপনা পরিচালক মাঈন উদ্দিন ভূঞা, ফেনী জেলা জুয়েলার্স সমিতির সভাপতি ইসমাইল হোসেন খোকন, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি ফারভেজুল ইসলাম হাজারী, সহ-সভাপতি হাজী গোলাম রসুল ভূঞা, ফেনী জেলা ব্রিকফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক আনিছুল হক মজুমদার জাহাঙ্গীর, দরবার মসল্লা এন্ড ফুড প্রোডাক্ট এর প্রোপ্রাইটর খোন্দকার নজরুল ইসলাম, লক্ষী নারায়ন অয়েল মিলের প্রোপ্রাইটর শ্যামল সাহা, মহিপাল ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুজ্জমান আরিফ, সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ সহিদ, হেলাল ব্রেডের স্বাত্ত্বাধিকারী হেলাল উদ্দিন প্রমুখ।
সম্পাদনা:ডিএইচ