নিজস্ব প্রতিবেদক:
ফেনীতে স্বেচ্ছাসেবী সংগঠন মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্ধ শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) শহরের রেলওয়ে ষ্টেশন এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সংগঠনের সদস্যরা এ ইফতার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, মাস্তুল ফেনীর সমন্বয়ক সোলায়মান হাজারী ডালিম, কাজী তানভীর ফারুকী, ওসমান গনি রাসেল , আবুল হাসান হাসনাত, নিষাদ আদনান, বাহা উদ্দিন ফারুকী ও নুর শাহাদাত প্রমূখ।
মাস্তুল ফেনী ছাড়াও ঢাকা ও সারা দেশের বিভিন্ন জেলায় অসহায়, দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ ও রমজানের খাদ্য সহায়তার কার্যক্রম চালিয়ে আসছে। সমাজের বিত্তমান মানুষদের ব্যক্তিগত সহায়তা ও প্রাতিষ্ঠানিক অর্থ সহায়তার মাধ্যমে সংগঠনটি এ কর্মসূচী চালিয়ে আসছে।
সম্পাদনা:এসএইচডি
প্রকাশঃ শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ১১:৪২ অপরাহ্ন