নিজস্ব প্রতিবেদক:
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে ফেনী ইউনিভার্সিটি।
শুক্রবার সকালে (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর শোভাযাত্রার মধ্য দিয়ে স্বাধীনতা স্মৃতি স্তম্ভ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের নির্বাহী কমিটির সদস্য সচিব ও সমাজসেবক ডা. এ এস এম তবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ, ট্রেজারার ও বিশিষ্ট শিক্ষাবিধ প্রফেসর তায়বুল হক, রেজিস্ট্রার এ এস এম আবুল খায়ের, পরীক্ষা নিয়ন্ত্রক হারুন আল রশিদ, ডেপুটি রেজিস্ট্রার শাহ আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদনা:ডিএইচ
প্রকাশঃ শুক্রবার, ২৬ মার্চ ২০২১, ১১:৫৮ পূর্বাহ্ন