ফেনীয়ান বিজনেস ওমেন’র পিঠা উৎসব অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
ফেনীয়ান বিজনেস ওমেন গ্রুপের আয়োজনে ও অ্যাপ ভিত্তিক ফুড ডেলিভারি সার্ভিস গতি’র সার্বিক সহযোগিতায় ফেনীর হাজারো তরুণীর অংশগ্রহণে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে শহরের ব্যাতিক্রম কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী। গতি ডেলিভারি সার্ভিসের সিইও রহমত উল্লাহ সুমন’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্টার লাইন গ্রুপের পরিচালক ও দৈনিক স্টার লাইন পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ মাঈন উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে সুজন চৌধুরী বলেন, তরুণরা চাইলেই দেশের পরিবর্তন করা সম্ভব। পিঠা উৎসব দেখে মনে হচ্ছে তরুণদের পাশাপাশি তরুণীরাও দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এ সময় তিনি তরুণীদের স্বাভলম্বি হওয়ার জন্য উদ্যোগতা হওয়ার জন্য উৎসাহ প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তব্যে মাঈন উদ্দিন বলেন, ‘আয় করি ফেনীতে, খরচও করি ফেনীতে’ এমনটি উল্লেখ করে তিনি প্রতিযোগীতামূলক চাকরির বাজারে তরুণীদের আত্মকর্মসংস্থানমূলক কাজে বিনিয়োগ করতে উৎসাহ প্রদান করেন। এতে করে বেকারত্ব দূর হবে আবার নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে।
পিঠা উৎসবে ৫০ টি স্টল’র অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এতে ইভেন্ট পার্টনার হিসেবে ছিল সাইমুম ইভেন্ট, ফটোগ্রাফি পার্টনার ছিল এফ ফোর ফটোগ্রাফি, আরও সহযোগী ছিল জয়িতা হস্তশিল্প, আনায়াস ক্রিয়েশান, ফ্লেভার কুইম, নন্দন বুটিক।