ছাগলনাইয়ার মহামায়ায় গ্রামকে শহর হিসেবে গড়ে তোলা সম্পর্কে উঠান বৈঠক
মোহাম্মদ শেখ কামাল, নিজস্ব প্রতিবেদক (ছাগলনাইয়া) : ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নে “গ্রামকে আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সমৃদ্ধ শহর হিসেবে গড়ে তোলা” সম্পর্কে গ্রামের মানুষকে ধারনা দিতে প্রতিটি গ্রামে চলছে উঠান বৈঠক কার্যক্রম।
সচেতনতামূলক এই কর্মসূচি বাস্তবায়ন করছে ৫নং মহামায়া ইউনিয়ন পরিষদ।
১জানুয়ারী শুক্রবার বিকাল ৪টায় ৪ও ৫ নং ওয়ার্ডের উঠান বৈঠক জয়নগর গ্রামের করিম উল্লার বাড়িতে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল হুদা মজুমদারের সভাপতিত্বে এবং ইউপি সদস্য নুরুল করিম সবুজ মেম্বারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, ৫নং মহামায়া ইউনিয়নের চেয়ারম্যান গরীবশাহ হোসেন বাদশা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউপি সদস্য জয়নাল আবেদীন নশু ও মহিলা ইউপি সদস্য সেলিনা আক্তার মুন্নি।
এতে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।