উত্তর যশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব ২০২১
মোহাম্মদ শেখ কামাল, নিজস্ব প্রতিবেদক (ছাগলনাইয়া) : ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের উত্তর যশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১জানুয়ারী শুক্রবার সকাল ১১টায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বই উৎসব পালন করা হয়েছে।
বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মোহাম্মদ শেখ কামাল এর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোঃ আফছার উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বই উৎসব উদ্বোধন করেন ৫নং মহামায়া ইউনিয়নের চেয়ারম্যান গরীবশাহ হোসেন বাদশা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় ইউপি সদস্য মামুনুল হক পাটোয়ারী মামুন।
বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোস্তফা, মোঃ কপিল উদ্দিন ও লাকি আক্তার।
প্রধান অতিথি, এসএমসি সভাপতি ও শিক্ষকবৃন্দ ছাত্র-ছাত্রীদের হাতে সরকারী বিনামূল্যের নতুন পাঠ্যপুস্তক তুলে দেন।
এসময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।