দাগনভূঞা প্রবাসী ফোরাম'র রনি ও রুবেলকে সংবর্ধনা
দাগনভূঞা প্রবাসী ফোরাম আহবায়ক কমিটির সদস্য জামাল উদ্দীন রনি ও সাউথ আফ্রিকা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আদনান ইউসুফ রুবেল এর স্বদেশে আগমন উপলক্ষ্যে সংবর্ধনা ও সাবেক এবং বর্তমান প্রবাসীদের নিয়ে এক মতবিনিময় সভা মঙ্গলবার সন্ধ্যায় দাগনভূঞা হোটেল রেডিসনের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
দাগনভূঞা প্রবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক ফারুক আহম্মেদ সুমনের সভাপতিত্বে ও সংগঠনের স্বেচ্চাসেবক ইকবাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম-আহবায়ক নিজাম উদ্দীন,সংবর্ধিত অতিথি ও আহবায়ক কমিটির সদস্য জামাল উদ্দীন রনি, সাউথ আফ্রিকা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আদনান ইউসুফ রুবেল ব্যবসায়ী খোরশেদ আলম সোহেল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- দাগনভূঞা প্রবাসী ফোরাম দাগনভূঞা প্রতিনিধি সাইফুল ইসলাম মাসুদ, দাগনভূঞা উপজেলা যুবলীগ প্রচার সম্পাদক ইমাম উদ্দিন চৌধুরী, ফোরামের স্বেচ্চাসেবক বদরুল হাসান তুহিন, ফাহাদ, মানিক, সিয়াম, আকরাম, রবিন’সহ দাগনভূঞা বাজারের ব্যবসায়ী বৃন্দ ও দাগনভুঞা উপজেলার দেশে অবস্থানরত বর্তমান এবং সাবেক প্রবাসীরাসহ ফোরামের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিত সকলকে ফোরামের পক্ষ থেকে ইংরেজি ২০২১ সালের ক্যালেন্ডার উপহার প্রদান করা হয়।