আগামীকাল ফেনীয়ান বিজনেস ওমেন্স গ্রুপের বিজনেস মিটআপ
আগামীকাল মঙ্গলবার ০১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অনলাইন কমিউনিটি ফেনীয়ান বিজনেস ওমেন গ্রুপের বিজনেস মিটআপ-২০২০। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেনী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক সুমনী আক্তার। নুতন উদ্যোক্তাদের অনুপ্রেরণা দিতে নিজের সফলতার গল্প শুনাবেন ফেনী পৌর সভার মেয়র হাজী আলাউদ্দিন।
গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই মেলা চলবে সকাল ১০টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত । এতে প্রায় ২০০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহন করবে। উদ্যোক্তারা নিজেদের পণ্য নিয়ে স্টল সাজাবেন। সকাল থেকে দুপুর পর্যন্ত কেবল পূর্বে রেজিস্ট্রিকৃতরা অংশগ্রহন করলেও দুপুরের পর থেকে সবার জন্য উন্মুক্ত থাকবে।
গ্রুপের এডমিন রাইসা পায়েল জানান, উদ্যোক্তাদের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি, বিজনেস নেটওয়ার্ক তৈরি, মোটিভেশান, সেল আপডেট, ক্রেতার সাথে মিল বন্ধন এবং ব্যবসায়িক পরিধি বৃদ্ধিসহ গ্রুপকে আরো এগিয়ে নেওয়ার জন্য আমরা আয়োজন করছি বিজনেস মিটআপ ২০২০।
তথ্য প্রযুক্তির যুগে ইন্টারনেট বা সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্য নিয়ে অনেকই অনলাইন ব্যবসা করছেন, যা বর্তমান প্রেক্ষাপটে যুগোপযোগী এবং বাংলাদেশে খুব জনপ্রিয়তাও পাচ্ছে। নারীদের এই অনলাইন উদ্যোগকে এগিয়ে নিতে এবং সফল নারী উদ্যোক্তা হিসেবে গড়ে তোলতে ফেনীয়ান বিজনেস ওমেন্স গ্রুপ তৈরী করা হয় ২০২০ সালে। বর্তমানে এই গ্রুপের সদস্য সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গিয়েছে। যেখানে শত শত নারী উদ্যোক্তা একত্র হয়েছে। তারা তাদের পণ্য কেনাবেচা থেকে শুরু করে নেটওয়ার্কিংসহ ব্যবসায়িক নানা বিষয়সম্পর্কে জানতে পারছে।
এই আয়োজনের সার্বিক সহযোগী হিসেবে আছে ফেনীর ডেলিভারি সার্ভিস প্রতিষ্ঠান গতি ডেলিভারি সার্ভিস, সাইমুন ইভেন্ট, F4 ফটোগ্রাফি, Bake your dream by fouzia এবং Anayas's Creation।
মিডিয়া পার্টনার হিসেবে আছেন নতুন ফেনী ডটকম. ফেনী নিউজ ডটকম, টিভিবাংলা।
সম্পাদনা:ডিএইচ/আরইউএস