FeniNews

গতি ডেলিভারি সার্ভিস অনলাইন চিত্রাংকন প্রতিযোগিত


নিজস্ব প্রতিবেদক>>

অনলাইন হোম ডেলিভারি সেবাদানকারী প্রতিষ্ঠান গতি ডেলিভারি সার্ভিস শিশুদের জন্য আয়োজন করলো অনলাইন চিত্রাংকন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ১২ বছর বয়সী যেকোন শিশু অংশগ্রহণ করতে পারবে।

প্রতিযোগিতার আয়োজক গতি ডেলিভারি সার্ভিস এর সিইও রহমত উল্যাহ সুমন জানান, করোনার কারণে দীর্ঘ দিন স্কুল বন্ধ থাকায় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পড়াশোন এবং সৃজনশীল কার্যক্রম থেকে দূরে রয়েছে। তাই শিশুদের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে গতি ডেলিভারি সার্ভিস আয়োজন করছে চিত্রাংকন প্রতিযোগিতা রঙ পেন্সিলে পারিবারিক বন্ধন। চিত্রাংকন মেধা বিকাশের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা নেতৃত্বের যোগ্যতার দিকে নতুন প্রজন্মকে এগিয়ে নিবে। এই প্রতিযোগিতার মাধ্যমে করোনা কালীন সময়ে শিশুদের পরিবারের সাথে কাটানা সুন্দর মূহুর্তের চিত্র ফুটে উঠবে শিল্পীর রং তুলির ক্যানভাসে।

নিম্মের নিয়মাবলী মেনে প্রতিযোগিতায় যেকেউ অংশগ্রহণ করতে পারবেন।

প্রতিযোগিতার নিয়মনীতিঃ
•   প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর বয়স সর্বোচ্চ ১২ বছর হতে হবে।
•   শিশুর ছবি আঁকার মূহুর্তের একটি ছবি শিশুর পিতা-মাতা/পরিবারে যেকেউ গতি ডেলিভারি সার্ভিস এর অফিসিয়াল ফেসবুক পেইজে পাঠিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। সাথে প্রতিযোগির নাম, বয়স, পিতার নাম, ঠিকানা, মোবাইল নম্বর, বিদ্যালয়ের নাম শ্রেণী লিখে দিতে হবে। পেইজ লিংক-www.facebook.com/gotidelivery
•   ছবি আঁকা শেষ হলে আগামী ২৮ অক্টোবর রাত ১২টার মধ্যে গতি ডেলিভারি সার্ভিস এর অফিশিয়াল গ্রুপে প্রতিযোগির পরিবারের যেকেউ পোস্ট করতে হবে। ২৮তারিখ রাত ১২টার পর নতুন কোন প্রতিযোগির পোস্ট এপ্রুভ করা হবেনা। গ্রুপ লিংক https://www.facebook.com/groups/790258671509686/?ref=share

•   এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীকে অবশ্যই গতি ডেলিভারি সার্ভিস ফেসবুক পেজে লাইক দিয়ে তারপর ইভেন্টে অংশ নিতে হবে। ফেসবুক পেজের লিঙ্কঃwww.facebook.com/gotidelivery

•   পোস্ট করা ছবিতে অবশ্যই #লাইক সংগ্রহ করতে হবে, নিজের টাইমলাইনে শেয়ার এবং যতখুশি ট্যাগ করা যাবে।
•    সর্বোচ্চ লাইক প্রাপ্ত পোস্ট করা ছবিটি পরবর্তীতে গতি ডেলিভারি সার্ভিস বিচারকদের দ্বারা মূল্যায়ন করা হবে ।
•    ছবির ক্যাপশন #Goti_Art Competition  #Goti_Delivery_service এই হ্যাশট্যাগ ব্যাবহার করুন।
•    ছবিটি আপলোড করার সময় গ্রুপের টাইমলাইনে আপনার সোনামনির নাম,বয়স, শ্রেণী, স্কুল ও ঠিকানা দিতে অবশ্যই ভুলবেন না।
•    প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্য আপনার দ্বারা যতগুলো লাইক যোগাড় করা সম্ভব, করুন। তবে মনে রাখতে হবে এখানে শুধুমাত্র জেনুইন লাইক গ্রহনযোগ্য।
•   আপনার পোস্ট এ সর্বোচ্চ লাইকের ভিত্তিতে এবং বিচারক প্যানেলের যাচাইয়ে বিজয়ী নির্বাচন করা হবে।
•   বিজয়ী নির্ধারণ প্রক্রিয়া
•    সর্বোচ্চ পয়েন্ট প্রাপ্ত ছবিই এই কনটেস্ট এর বিজয়ী হিসেবে ঘোষিত হবে। এই ‘সর্বোচ্চ পয়েন্ট’ ছবিতে প্রাপ্ত লাইক এবং অভ্যন্তরীণ বিচারের মিলিত পারসেন্টেজ এর ভিত্তিতেই করা হবে। আমরা আপনার দেওয়া ছবিতে প্রাপ্ত লাইক এর পরিমাণকে ৫০% পয়েন্ট এ কনর্ভাট করে নেবো এবং বাকি ৫০% পয়েন্ট আমাদের গতি ডেলিভারি সার্ভিস এর অভ্যন্তরীণ প্যানেলের বিচারকগণ আঁকা ছবির মান যাচাই করে দিবেন।
•    আমরা বেস্ট 1st,2nd,3rd ফটোগুলিকে ইভেন্টের বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে৷
•   ##প্রথম বিজয়ীর জন্য রয়েছে ফেনীর জনপ্রিয় অনলাইন শপ আবরণী কালেকশনের এর পক্ষ থেকে ১৫০০ টাকা মূল্যের গিফট হ্যাম্পার।
•   ## দ্বিতীয় বিজয়ী পাবেন জনপ্রিয় অনলাইন শপ টুম্পা ক্রাফট এর পক্ষ থেকে ১০০০ হাজার টাকা মূল্যের গিফট হ্যাম্পার।
•   ## তৃতীয় বিজয়ী পাবেন তিনা অনলাইন শপ এর পক্ষ থেকে ১০০০ হাজার টকাা মূল্যের আকর্ষণীয় গিফট হ্যাম্পার।
•   ## তাছাড়া বিজয়ীদের জন্য গতি ডেলিভারি সার্ভিস এর পক্ষ থেকে থাকছে ক্রেস্ট এবং সার্টিফিকেট।
•   ইভেন্ট মিডিয়া পার্টনার রয়েছে ফেনী নিউজ ডক কম।
•   ফেসবুক লাইভ প্রোগ্রামের মাধ্যমে পুরষ্কার বিতরনী অনুষ্ঠান করা হবে।
•   প্রতিযোগিতায় অংশ নেয়ার সময়সীমা
•   ফেসবুক গ্রুপে আঁকা ছবি জমা দেয়া এবং ভোট প্রদান শুরু ২৬অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ৩১অক্টোবর পর্যন্ত। ৩১অক্টোবর পর্যন্ত ভোট দেয়া যাবে।প্রকাশঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২০, ১১:৩৯ অপরাহ্ন


নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাপ ভিক্তিক ডেলিভারি সার্ভিস প্রতিষ্ঠান গতি।... বিস্তারিত

ফেনীর সোনাগাজীতে এতিমের সম্পত্তি দখলের চেষ্টাসহ ভাংচুর, লুটপাট ও হামলার অভিযোগ... বিস্তারিত

ফেনীর সমুদ্র উপকূলীয় উপজেলা সোনাগাজীর সদর ও চরচান্দিয়া ইউনিয়নের মধ্যবর্তী... বিস্তারিত

ফেনীতে পার্টটাইম সাইকেল চালিয়ে কলেজ ও ভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীদের আয়ের সুযোগ... বিস্তারিত

ছাগলনাইয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মোহনা টেলিভিশন লিমিটেড এর ১১তম... বিস্তারিত

ছাগলনাইয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ১১নভেম্বর বুধবার সকালে দলীয়... বিস্তারিত

এসএ টেলিভিশনের ফেনী জেলা প্রতিনিধি ও ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক... বিস্তারিত

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন’ এর ২১ সদস্য বিশিষ্ট ফেনী... বিস্তারিত

ছাগলনাইয়া উপজেলার ১০নং ঘোপাল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৫নভেম্বর সকাল ১১টায় আইন... বিস্তারিত