FeniNews

দাগনভুঞা প্রবাসী ফোরাম মদিনা আল মুনওয়ারা শাখার মতবিনিময় সভা


দাগনভুঞা প্রবাসী ফোরাম সৌদি আরব মদিনা আল মুনওয়ারা শাখার মতবিনিময় সভা গত শুক্রবার সন্ধ্যায় মদিনা আল মুনওয়ারার একটি হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক আবু শহীদ লিটনের সঞ্চালনায় ও মোঃ ইমরান হোসেনের পবিত্র কোরআন তেলোওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মদিনা আল মুনওয়ারা শাখার সভাপতি রফিক আহমেদ ।


সভায় টেলি কনফারেন্স এর মাধ্যমে সংগঠনকে আরো গতিশীল করতে বিভিন্ন দিক- নির্দেশনা মূলক বক্তব্য রাখেন সংগঠনের উদ্যেক্তা ও আহবায়ক ইউকে প্রবাসী মোঃ আবুল কাসেম ।


এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আহবায়ক কমিটির সদস্য ও রিয়াদ শাখার সভাপতি ফজলুল হক রুবেল, রিয়াদ শাখার সহ সভাপতি আনোয়ার হোসে্‌ জেদ্দা শাখার সভাপতি মুজাহিদ শেখ ও সাধারন সম্পাদক মাছুম বিল্লাহ প্রমুখ ।

সভায় আরো বক্তব্য রাখেন দাগনভুঞা প্রবাসী ফোরাম সৌদি আরব মদিনা আল মুনওয়ারা শাখার সহ- সভাপতি জহির উদ্দিন বাবর, সহ- সভাপতি আরিফুল ইসলাম ভুঞা, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ও শ্রম বিষয়ক সম্পাদক ফজলুল হক ।


এসময় আরো উপস্থিত ছিলেন মোজাম্মল হোসেন রাসেদ, নজরুল ইসলাম রাসেল, আমির হোসেন মামুন, দিদার হোসেন রুবেল, কাজী বাবলু,ইব্রাহিম আব্বাস,ফখরুল ইসলাম,সুজন মিঞা,মোঃ হাসানসহ প্রবাসী ফোরামের অন্যান্য সদস্য বৃন্দ ।


উল্যেখ্য ফেনী জেলার দাগনভূঞা উপজেলার প্রায় ৫০ হাজারেরও অধিক লোক বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছেন।সেই সকল প্রবাসীদের নিয়ে গত মার্চে বিশ্বজুড়ে ভ্রাতৃত্বের সেতু বন্ধন শ্লোগান নিয়ে গঠিত হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম দাগনভুঞা প্রবাসী ফোরাম । বর্তমানে সংগঠনটির সাথে যুক্ত আছেন প্রায় আট হাজারের অধিক সদস্য এবং প্রতিদিন ই যুক্ত হচ্ছেন অনেকে । দলমত এর উদ্ধে থেকে সকলকে একি ছাতার নিছে নিয়ে এসে বিভিন্ন সমস্যায় জর্জরিত নিজ এলাকার প্রবাসীদের কল্যাণে এবং নিজ উপজেলার আর্ত- সামাজিক উন্নয়নে কাজ করাই সংগঠনটির লক্ষ্য ও উদ্যেশ্য ।


গেল মার্চ থেকে এ পর্যন্ত সকল শাখা কমিটি গুলোর সার্বিক সহযোগিতায় সংগঠনটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সকে অক্সিজেন সিলিন্ডার ও সিসি ক্যামেরা প্রদান, অসহায় প্রবাসী ও দুস্থ পরিবারের মাঝে প্রায় ১৫ লক্ষ টাকা সহায়তা প্রদান করেন ।
প্রকাশঃ রবিবার, ১৮ অক্টোবর ২০২০, ০২:২৫ অপরাহ্ন


মালয়েশিয়া বিএনপি'র উদ্যেগে ৭ই নভেম্বর... বিস্তারিত

দাগনভুঞা প্রবাসী ফোরাম মদিনা আল মুনওয়ারা শাখার মতবিনিময়... বিস্তারিত

আমাদের সবার দ্বায়িত্ব এ উন্নয়নের চাকাকে আরো গতিশীল করাঃ রাষ্ট্রদূত শহীদুল... বিস্তারিত

মালয়েশিয়ায় নিজের বলার মতো একটা গল্প প্লাটফর্মের হাজার তম দিন... বিস্তারিত

‘ইনডেমনিটি’ নাটক প্রচারের প্রতিবাদ জানিয়েছে মালয়েশিয়া... বিস্তারিত

মালয়েশিয়া আওয়ামী লীগের উদ্যেগে প্রধানমন্ত্রীর জন্মদিন... বিস্তারিত

দাগণভুঞা প্রবাসী ফোরাম কুয়েত শাখার পরিচিতি... বিস্তারিত

মালয়েশিয়ায় বিএনপি'র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী... বিস্তারিত