ছাগলনাইয়ায় অস্বচ্ছল ও অসহায় মানুষদের মাঝে মেয়র মোস্তফা’র চাল বিতরণ
মোহাম্মদ শেখ কামাল, নিজস্ব প্রতিবেদক (ছাগলনাইয়া) : “।শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুদা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে
রেখে পবিত্র ঈদুল আযহা ২০২০ইং উপলক্ষে ছাগলনাইয়া পৌরসভার অস্বচ্ছল ও অসহায়
মানুষদের মাঝে বিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
৩০জুলাই বৃহস্পতিবার সকাল ৮টায় পৌরসভা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে অস্বচ্ছল ও অসহায় মানুষদের মাঝে বিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করেন ছাগলনাইয়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি এম মোস্তফা। এসময় ফেনী জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শেখ কামাল, পৌর যুবলীগ সভাপতি কাজী নুরুল আলম, পৌর কর্মকর্তা-কর্মচারী, পৌর কাউন্সিলরবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পৌর মেয়র এম মোস্তফা জানান, ৯টি ওয়ার্ডে মোট ৪হাজার ৬শ ২১জনের মধ্যে প্রতিজনকে ১০ কেজি হিসেবে বিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।