ছাগলনাইয়ায় হতদরিদ্রদের মাঝে জাসদ নেতা ছলিম’র চাল বিতরণ
মোহাম্মদ শেখ কামাল, নিজস্ব প্রতিবেদক (ছাগলনাইয়া) : করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন ছাগলনাইয়া উপজেলার দিনমজুর ও হতদরিদ্ররা।
এসব দিনমজুর ও হতদরিদ্রদের মাঝে ২৮জুলাই মঙ্গলবার সকালে ছাগলনাইয়া উপজেলা জাসদ এর যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ছলিম উল্লাহ ভূঁইয়া তার ব্যক্তিগত তহবিল থেকে চাল বিতরণ করেছেন।
“করোনা ভাইরাসে আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ছাগলনাইয়া পৌর শহরের সেন্টার পয়েন্ট মার্কেট এর নিজ কার্যালয়ে তিনি ৬০টি দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ৬নং বাঁশপাড়া ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, ছাগলনাইয়া উপজেলা জাসদ সাবেক সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, সহ-সভাপতি মাহমুদা আক্তার, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ ভূঁইয়া রিপন, অর্থ-সম্পাদক আজিমুল হক, দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া, পৌর জাসদ সভাপতি কাজী মিজানুর রহমান মিলন, অর্থ-সম্পাদক জয়নাল আবেদীন মিয়াজী, মহামায়া ইউনিয়ন সভাপতি আব্দুল হান্নান, ঘোপাল ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মানবাধিকার কর্মী সাদ্দাম হুসাইন, কর্মজীবী নারী নেত্রী আসমাউল হুসনা প্রমূখ।