নিজস্ব প্রতিবেদক:
ফেনী জেলা আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আক্রামুজ্জমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ ইনু) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফেনী ০১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার (এমপি)।
এক শোক বার্তায় তিনি বলেন, এডভোকেট আক্রামুজ্জমান ছিলেন একজন সজ্জন রাজনীতিবিদ। মানুষ হিসেবে তিনি ছিলেন অতুলনীয়। প্রায়ই যোগাযোগ তাঁর সাথে। যে কোন প্রয়োজনে ফোন করলেই তিনি সাড়া দিতেন। চেষ্টা করতেন সর্বাত্মক সহযোগিতা করতে। তার মৃত্যুর খবর শুনে দুঃখ পেলাম। এভাবে তার মৃত্যু মেনে নেয়াটা কষ্টকর।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, ফেনীর রাজনীতি ও সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে তিনি চিরকাল এক উজ্জ্বল নক্ষত্র হয়ে বিরাজ করবেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন শিরীন আখতার।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রোববার (২৮ জুন) সকালে মারা যান অ্যাডভোকেট আকরামুজ্জমান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
রোববার (২৮ জুন) ভোর ৬টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমওইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত ১৯ জুন সন্ধ্যায় তিনি সিএমএইচে ভর্তি হন। সেখানে করোনা পজেটিভ শনাক্ত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।
সম্পাদনা:
এসএইচডি
প্রকাশঃ রবিবার, ২৮ Jun ২০২০, ০৩:৩৮ অপরাহ্ন