FeniNews

স্টিভেন স্মিথকে কিছু প্রশ্ন করতে চান এনামুল হকনিউজ ডেস্ক:

স্টিভেন স্মিথ এলে শুধু কুমিল্লা শক্তিশালীই হবে না, উপকৃত হবে দলের তরুণ ক্রিকেটাররা। এনামুল হক জানালেন, তিনি কিছু প্রশ্ন করবেন সাবেক অস্ট্রেলীয় অধিনায়ককে।

অনেক জল ঘোলা হয়েছে স্টিভেন স্মিথকে নিয়ে। অস্ট্রেলীয় তারকার বিপিএল খেলা নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানস অবশ্য শেষ পর্যন্ত একটা আশার খবর পেয়েছে। স্মিথ যোগ হলে স্বাভাবিকভাবেই ভীষণ শক্তিশালী হবে কুমিল্লা ভিক্টোরিয়ানস। শুধু মাঠের পারফরম্যান্সেই নয়, সাবেক এ অস্ট্রেলীয় অধিনায়কের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে পারলে উপকৃত হবেন কুমিল্লার তরুণ ক্রিকেটাররাও।

ওপেনার এনামুল হক তো অনেক প্রশ্ন সাজিয়ে রেখেছেন। স্মিথ এলেই প্রশ্নগুলো তিনি করবেন, ‘বিশ্ব ক্রিকেটে সে অনেক বড় তারকা। আমরা যারা তরুণ ক্রিকেটার আছি সবাই ওকে প্রশ্ন করব। চেষ্টা করব তাঁর থেকে ভালো কিছু জানার। ক্রিকেটে শেখার শেষ নেই। আমার কাছে মনে হয় এত বড় তারকার কাছে ছোট ছোট অনেক কিছুই শেখার আছে। আমি নিজেও কিছু প্রশ্ন তৈরি করে রেখেছি, সে এলে করব। প্রশ্নের উত্তরগুলো পেয়ে যদি কিছু শিখতে পারি, পরে আমার যদি উপকার হয় তাহলে সেটি নেওয়ার চেষ্টা করব। দলে আরও বড় বড় ক্রিকেটার আছে। আফ্রিদি আছে, শোয়েব মালিক আছে, তামিম ভাইয়ের মতো খেলোয়াড় আছেন। আমার কাছে মনে হয় বিপিএল অনেক বড় একটি মঞ্চ, বড় তারকাদের জায়গা। আমি চেষ্টা করব সবার কাছে একটু একটু করে নিয়ে ভবিষ্যতে কাজে লাগানোর।’ 

এই মুহূর্তে জাতীয় দলের বাইরে আছেন এনামুল। গত বছর অবশ্য দুবার ফিরেছিলেন জাতীয় দলে। কোনো সুযোগই তিনি কাজে লাগাতে পারেননি। ধীরে ধীরে এগিয়ে আসছে বিশ্বকাপ। জাতীয় দলে ফিরতে না পারলে বিশ্বকাপ যে দূরের বাতিঘর হয়ে যাবে, সেটি জানেন বলেই এনামুল মনে করেন, যে লিগ বা টুর্নামেন্টই খেলুন, সবই তাঁর বিশ্বকাপের প্রস্তুতি, ‘যখন উইন্ডিজ সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরলাম (গত আগস্টে), যখন ম্যাচগুলোয় ভালো করতে পারলাম না, তখন থেকে প্রতিটি ম্যাচই আসলে আমার কাছে বিশ্বকাপের প্রস্তুতি। সেটা জাতীয় লিগে বলেন, বিসিএল বলেন, বিপিএলের প্রতিটি ম্যাচ এবং বিপিএলের পরে যদি কোনো ওয়ানডে ম্যাচ খেলি অথবা যেকোনো ম্যাচই আমার জন্য ২০১৯ বিশ্বকাপের জন্য প্রস্তুতি। সব সময় তৈরি থাকার চেষ্টা করব। প্রতিটি ম্যাচই আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি অবশ্যই ২০১৯ বিশ্বকাপ খেলতে চাই। এটি সব সময় স্বপ্ন দেখি। ২০১৫ বিশ্বকাপের মাঝ পথে যখন চোটে পড়ে মাঠের বাইরে চলে গেলাম, তখন থেকেই আমি স্বপ্ন দেখি ২০১৯ বিশ্বকাপ খেলব। আমার প্রতিটি চেষ্টাতে, প্রতিটি নেট কিংবা জিম সেশনে চিন্তা করি যে ২০১৯ বিশ্বকাপ খেলব। যতটা প্রস্তুত হওয়া দরকার এবং যতটুকু ভালো করা দরকার চেষ্টা করব।’
প্রকাশঃ বুধবার, ০২ জানুয়ারী ২০১৯, ১১:০৩ পূর্বাহ্নছাগলনাইয়া পৌরসভার পূর্ব ছাগলনাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পূর্ব বাংলা... বিস্তারিত

ছাগলনাইয়া পৌরসভার পূর্ব ছাগলনাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পূর্ব বাংলা... বিস্তারিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ছাগলনাইয়া পৌরসভার পূর্ব ছাগলনাইয়া সরকারী... বিস্তারিত

বিপি স্পোটিং ক্লাব আয়োজিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব আব্দুল কাদের মজুমদার... বিস্তারিত

বিপি স্পোটিং ক্লাব আয়োজিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব আব্দুল কাদের মজুমদার... বিস্তারিত

‘ক্রীড়ায় বিশ্ব সম্প্রতি, বাংলাদেশের অগ্রগতি’এ প্রতিপাদ্য সামনে রেখে ফেনী জেলা... বিস্তারিত

রোববার মাঠে গড়াচ্ছে উইংস উইনি ফুটসাল সিজন-২। উদ্বোধনী ম্যাচে ফেনী ইউনিভার্সিটির... বিস্তারিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিভা অন্বেষণে বাঁধন সামাজিক ও সাংস্কৃতিক... বিস্তারিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফেনী ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা... বিস্তারিত