FeniNews

এক ছবিতে অভিনয় করবে সিয়াম-পূজা-রোশান


নিউজ ডেস্ক:| 

সিয়াম আহমেদ, পূজা চেরী ও রোশান‘পোড়ামন ২’ ও ‘দহন’ ছবি দুটিতে জুটি বেঁধে অভিনয় করে সফল হয়েছেন তরুণ অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও পূজা চেরী। নতুন আরেকটি ছবিতে কাজ করতে যাচ্ছেন তাঁরা। তবে এবার এই সফল জুটির সঙ্গে একই ছবিতে যুক্ত হচ্ছেন আরেক নায়ক রোশান। ছবির নাম এখনো ঠিক হয়নি। নতুন এই ছবির খবর দিলেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ।

আবদুল আজিজ বলেন, ‘অন্ধকার জগতের মানুষকে ঘিরে এই ছবির কাহিনি। উঠে আসবে রাজনীতি ও তাঁদের সন্ত্রাসী কর্মকাণ্ডও। একটি সত্য ঘটনা অবলম্বনে ছবির মূল গল্প। এখনো নাম ঠিক করা হয়নি। একটু সময় নিয়ে ভেবে চিন্তা করে ছবির নাম রাখা হবে।’

এই ছবিতে সিয়াম, পূজা ও রোশানের অভিনয়ের বিষয়টিও চূড়ান্ত হওয়ার কথা বলেছেন এই প্রযোজক। তিনি বলেন, ‘জাজের নিয়মিত শিল্পী এই তিনজন। সিয়াম ও পূজা জুটির বাইরেও আলাদাভাবে রোশানও দর্শকের পছন্দের তালিকায় আছেন। তাই প্রথমবারের মতো দর্শকের তিন পছন্দের শিল্পীকে একই ছবিতে আনতে চাইছি।’

ছবিটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার লক্ষ্যে তৈরি হচ্ছে। এটি পরিচালনা করবেন রায়হান রাফি। পোড়ামন ২ ও দহন ছবি দিয়ে ইতিমধ্যে রাফি নিজের জাত চিনিয়েছেন। তিনি বলেন, ‘এ বছর রোজার ঈদে পোড়ামন ২ ছবিটি দর্শকের মধ্যে আলোচনা তৈরি করেছিল। তখন থেকে সিয়াম-পূজা জুটির প্রতি দর্শকের আলাদা একটা আগ্রহ তৈরি হয়েছে। তাই আগামী বছর রোজার ঈদে আরেকটি বাণিজ্যিক জনপ্রিয় ছবি দর্শকদের দিতে চাই।’

ছবিতে অভিনয়ের বিষয়টি সিয়াম, পূজা ও রোশান নিজেও নিশ্চিত করেছেন। রোশান বলেন, ‘নতুন ছবিতে কাজের বিষয়ে আমার সঙ্গে আজিজ ভাইয়ের কথাবার্তা হয়েছে। কবে থেকে শুটিং শুরু হবে, সে বিষয়েও আলাপ হয়েছে। আমরা তো জাজের ঘরেরই শিল্পী। কাজ তো করতেই হবে।’

পূজা ছবিতে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখনো বিস্তারিত কিছু জানাননি। পূজা এখন লেখাপড়া নিয়ে ব্যস্ত। তিনি বলেন, ‘কাজের বিষয়ে কথা হয়েছে। তবে ছবির গল্প শোনা হয়নি এখনো। ফেব্রুয়ারিতে আমার পরীক্ষা। আপাতত পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি।’

বে থেকে এই ছবির শুটিং শুরু হবে? জানতে চাইলে পরিচালক রায়হান রাফি বলেন, ‘আগামী মার্চ মাস থেকে শুটিং করার প্রাথমিক শিডিউল তৈরি করেছি। আশা করছি সবকিছু ঠিক থাকলে আগামী মার্চেই শুটিং ফ্লোরে নামতে পারব।’

সূত্র:প্রআ
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮, ০১:১৪ অপরাহ্নআজ মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামানের... বিস্তারিত

অনলাইন হোম ডেলিভারি সেবাদানকারী প্রতিষ্ঠান গতি ডেলিভারি সার্ভিস শিশুদের জন্য... বিস্তারিত

২৫০ পরিবারে শিরিন শিলার ঈদ... বিস্তারিত

টেলি সামাদকে সাধারণত একজন দর্শক চলচ্চিত্রে একজন কৌতুক অভিনেতা হিসাবে দেখে আসলেও... বিস্তারিত

স্টিভেন স্মিথকে কিছু প্রশ্ন করতে চান এনামুল হক স্টিভেন স্মিথ এলে শুধু কুমিল্লা... বিস্তারিত

জয় বাংলা গানের শিল্পীরা পাচ্ছেন লাখ... বিস্তারিত

এক ছবিতে সিয়াম-পূজা-রোশান সিয়াম আহমেদ, পূজা চেরী ও রোশান‘পোড়ামন ২’ ও ‘দহন’ ছবি... বিস্তারিত

রোনালদোয় রক্ষা পেল জুভেন্টাস সিরি আতে আটালান্টার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে... বিস্তারিত